জামালপুর প্রতিনিধি : সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। আজ রোববার সকালে ঢাকার এ্যাপোলো চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে রেখে গেছেন। মাওলানা নুরুল ইসলাম ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মহাসচিব মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারকে পরাজিত করে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামীলীগ সরকার গঠন করলে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, রেজাউল করিম হীরা এমপি, আবুল কালাম আজাদ এমপি, ফরিদুল হকখান দুলাল এমপি, মামুনুর রশিদ জোর্য়াদার এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ফরিদুল হক তালুকদার শামীম ও সাধারন সম্পাদক ওয়ারেছ আলী মামুন।

(আরআর/এসপি/নভেম্বর ১১, ২০১৮)