স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতি এবারো সৌদি সরকারের আমন্ত্রণে ওমরা করতে সৌদি আরবে যাচ্ছেন ।

আগামীকাল শনিবার রাতে একটি বেসরকারি বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন ।

খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে পরিবারের সদস্য ছাড়া আরো থাকবেন চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়া ওমরা পালন শেষে সেখানে ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে একান্ত বৈঠকে মিলিত হবেন। এমনকি সৌদি আরব বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়া ও সৌদি বাদশাহ মধ্যে একটি বৈঠকের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানা যায়। এছাড়া দীর্ঘ দিন ধরে লন্ডনে চিকিৎসাধীন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে মিলিত হবেন।

সূত্র জানায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে খালেদা জিয়ার সাথে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি।

যুক্তরাজ্যে বিএনপির একটি সুত্রে জানা গেছে তারেক রহমান আগামী কাল অথবা তার পরের দিন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ১৮, ২০১৪)