জামালপুর প্রতিনিধি : ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলায় জামিন পেলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

রবিবার সকাল ১১টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে তিনি হাজির হলে জামিন মঞ্জুর করেন বিচারক মো: সায়েদুর রহমান খান। এই মামলায় জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক ও শহর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাঈন উদ্দিন বাবুল জামিনে রয়েছেন।

গত ২২ সেপ্টেম্বর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এস আই মোহাম্মদ আলী বাদী হয়ে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ ২১ বিএনপি নেতাকর্মীকে আসামী করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

আদালত প্রাঙ্গন বিএনপি’র নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করার মতো। জামিন পেয়ে আদালত থেকে বের হয়ে ওয়ারেছ আলী মামুন নেতাকর্মীদের উদ্দেশ্যে ভি চিহ্ন প্রদর্শন বলেন, পুলিশ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গায়েবি মামলাটি দিয়েছিল।

বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন, এটা আমাদের প্রথম বিজয়, ইনশাল্লাহ আগামি আন্দোলন ও নির্বাচনে বিজয় ছিনিয়ে আনবো।

(আরআর/এসপি/নভেম্বর ১১, ২০১৮)