আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় শিক্ষককে মারধরের দায়ের করা চাঞ্চল্যকর মামলায় ৫বখাটের বিরুদ্ধে আদালতে চার্চশীট দাখিল করেছে পুলিশ।

থাানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার রতœপুর ইউনিয়নের ঐচারমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর আবাসিক হোস্টেল ছাত্রী ও বারপাইকা গ্রামের মিলন বাড়ৈর মেয়ে তমা বাড়ৈর সাথে ক্লাসের সময় শ্রেণী কক্ষে ঢুকে কথা বলতে চায় এলাকার চিহ্নিত বখাটেরা।

শ্রেণী শিক্ষক তাপস মাখন দেরুরী বখাটেদের বাধা দিলে শিক্ষক তাপস মাখন দেরুরীকে বখাটেরা দেখে নেয়ার হুমকি দিয়ে স্কুল ত্যাগ করে। ওই দিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শিক্ষক তাপস মাখনের পথরোধ করে তার উপর হামলা চালায় একই এলাকার জুরান বেপারীর ছেলে এলাকার চিহ্নিত বেপরোয়া বখাটে আকাশ বেপারী, সুনিল হালদারে ছেলে সৈকত হালদার, উপেন বাড়ৈর ছেলে হৃদয় বাড়ৈ, মনরঞ্জন বিশ্বাসের ছেলে নিউটন ও উমা চরণ বালার ছেলে কল্যাণ বালা।

আহত শিক্ষকের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় শিক্ষকের স্ত্রী মনোনীতা বিশ্বাস বাদী হয়ে ৯ সেপ্টেম্বর মামলা দায়ের করেন, নং(৫)। এসআই সাইফুল ইসলাম মামলার মামলার তদন্তভার দেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, তিনি প্রকাশ্যে ও গোপন মামলাটি তদন্ত করেন। তদন্তে উল্লেখিত ৫জনের বিরুদ্ধে তদন্তে পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৩২/৩৫৩/৫০৬ ধারায় অভিযোগ প্রমানীত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে গত বুধবার বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেছেন, চার্জশীট নং ৯৯। বর্তমানে আসামীরা জামিনে রয়েছে বলেও জানান তিনি।

(টিবি/এসপি/নভেম্বর ১১, ২০১৮)