আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সেনাবাহিনী অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। চলতি মাসের ৮ তারিখ থেকে চালানো হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা যখন ২৪৩ পৌঁছাল তখন নতুন পর্যায়ের অভিযান শুরু করলো ইসরায়েল। এই অভিযানের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

গাজার বিরুদ্ধে অভিযানকে নতুন পর্যায়ে নেয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে আদেশ দেয়ার পর স্থল অভিযানের সূচনা হয়। তেলআবিবে ইসরায়েলের কেবিনেট বৈঠকের পর নেতানিয়াহু এই আদেশ দেন।

এদিকে ইসরায়েলের স্থল অভিযানকে বোকামি হিসেবে অভিহিত করে হামাস বলেছে, তেলআবিবকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

হামাসের মুখপাত্র ফৌজি বারহুম গাজার বিরুদ্ধে ইসরায়েলি স্থল অভিযানকে বিপজ্জনক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, তেলআবিব এর পরিণতি হিসাব করেনি। যুদ্ধের জন্য প্রস্তুত হামাস, ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে জানান তিনি।

চলতি মাসের ৮ তারিখ থেকে এ পর্যন্ত গাজায় ১ হাজার ৯৬০-এর বেশি হামলা করেছে ইসরায়েল। জবাবে হামাস ছুড়েছে ১ হাজার ৩৮০টি রকেট।

জাতিসংঘ বলেছে, গাজায় অন্তত ১ হাজার ৩৭০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আর ইসরায়েলি হামলায় ১৮ হাজারের বেশি মানুষ ভিটেমাটি ছাড়া হয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ১৮, ২০১৪)