বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের মিরগামারী খাল এলাকায় রবিবার সকালে অভিযান চালিয়ে হরিণের একটি মাথা, চামড়া ও ১০ মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। 

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) আবদুল্লাহ আল মাহমুদ জানান, রবিবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের হারবাড়ীয়া স্টেশনের একটি দল সুন্দরবনে টহল দেয়ার সময় চোরা শিকারীরা চাঁদপাই রেঞ্জের মিরগামারী খাল এলাকায় হরিণের একটি মাথা, চামড়া ও ১০ মাংস ফেলে গহীণ অরণ্যে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা চোরা শিকারীদের ফেলে যাওয়া হরিণের মাথা, চামড়া ও ১০ মাংস উদ্ধার করে সুন্দরবন বিভাগের চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করে।

(এসএকে/এসপি/নভেম্বর ১১, ২০১৮)