কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে বিজিবি দিবস পালিত পালিত হয়েছে। আজ রবিবার দুপুরে ৪৭ বিজিবির উদ্যোগে বিজিবি দিবস এবং বর্ডার গার্ড বাংলাদেশের নবগঠিত রামু রিজিয়ন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন উদ্বোধন উপলক্ষে শহীদ কর্নেল সামসুল আরেফিন আহাম্মেদ হলে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। 

৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রাশেদুল হক খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল রাশিদুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রসাশক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফত, ৪৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম, কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর সৈয়দ আবু হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার সোহেল রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) ইয়াকুব হোসেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হারুন-অর-রশিদ, মিরপুর জেনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সোহাগ রানা, মিরপুর থানার পুলিশ পরির্দক (তদন্ত) আব্দুল আলিম প্রমুখ।

(কেকে/এসপি/নভেম্বর ১১, ২০১৮)