সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রোববার দুপুরে উপজেলা সদরে এক বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের করে বেসরকারি শিক্ষক সমাজ।

তাদের দীর্ঘদিনের প্রাণের দাবী ৫% বার্ষিক ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখীভাতা ঘোষনা দেয়ায় কেন্দুয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের পক্ষথেকে এ আনন্দ শোভা যাত্রা বের করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোভাযাত্রা শেষে সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুখলেছুর রহমান বাঙালী, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো: শহিদুল হক ভূঞা, ভরাপাড়া মাদ্রাসার সহকারী সুপার ও উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক মো: মাজহারুল ইসলাম, গন্ডা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষমো: নূরুল আলম ফকির, কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন প্রমুখ।

শিক্ষক সমাজ বলেন, শিক্ষা ও শিক্ষক সমাজের উন্নতির জন্য আবারো শেখ হাসিনা যাতে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্টিত হতে পারেন সেজন্য সকল শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

সভাপতি মুখলেছুর রহমান বাঙ্গালী বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের পক্ষথেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নির্দেশে সারা দেশে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুই বছর আগে শত শত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করণ করেছেন।

এছাড়া অনেক মাধ্যমিক বিদ্যালয় ও কলেজও জাতীয়করণ ঘোষনা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি শিক্ষক সমাজের পক্ষথেকে প্রধানমন্ত্রীকে আশ্বস্থ করে বলেন, আপনি এগিয়ে যান শিক্ষক সমাজ আপনার অবদানের কথা চিরদিন স্মরণ রাখবে।

(এসবি/এসপি/নভেম্বর ১১, ২০১৮)