স্টাফ রিপোর্টার : আন্দোলন করার মত সাংগঠনিক ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট সাধারণ মানুষকে ভীত-সন্ত্রস্ত্র করতে একের পর এক হুমকি দিচ্ছে। কিন্তু তাদের আন্দোলন করার সাংগঠনিক ক্ষমতা নেই।

ঢাকা মহানগর সার্বাজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদের পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলনের হুমকি প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, ঈদের পরে তারা কিছুই করতে পারবে না। বড়জোর কয়েকটি সভা সমাবেশ করতে পারবে বলে আমি মনে করি। অহেতুক তারা আন্দোলনের ভয় দেখাচ্ছে, তবে বিএনপির আন্দোলনে ভয় পাওয়ার কিছুই নেই।

২০১৮ সাল পর্যন্ত দেশ পরিচালনা করবো বলে মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, এখন সংলাপ ও আলাপ আলোচনার কোন সময় নেই, দেশের জন্য কাজ করার সময়। আমরা কাজ শুরু করেছি মাত্র।

তিনি বলেন, ২০১৩ সালের শেষ সময়ের ন্যায় দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

(ওএস/এটিআর/জুলাই ১৮, ২০১৪)