শাহ্ আলম শাহী, দিনাজপুর : শখ থেকেই ইচ্ছা শক্তির জন্ম। আর এই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামে অরুণ সরকার নামে এক যুবক ২৫ ধরে হাতে লালন-পালন করছে নখ। 

শখের বসে নখ গুলো রাখলেও এখন যেন তা তার কাছে ভালো লাগার সম্পদে পরিনিত হয়েছে। ২৫ বছর বয়সী এই নখ দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনাথীরা আসছেন এখানে। কেউ নখ গুলো কাটতে বললে কষ্ট লাগে মনে বলে জানান অরুন সরকার।

১৯৮৪ সালে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের সরকার বংশে জন্মগ্রহন করেন এই অরুন সরকার।তার পিতা রবীন্দ্রনাথ সরকারলক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। সে যখন চর্তুথ শ্রেণীতে পড়ে, তখন থেকেই হাতে রাখে নখ।মানুষের শখ গুলো ইচ্ছে শক্তির মাধ্যমে পূরন সম্ভব। তারই প্রমান দিলেন অরুণ সরকার, ছোট থেকে হাতে রাখা নখের বর্তমান বয়স ২৫ বছর। এই ২৫ বছর বয়সী নখ নিয়ে কাজ কর্ম করতে তার কোন সমস্যা হয় না বলে তিনি জানান। সে বাজারে একটি স্টুড়িও দোকান করেছে, সেখানেই তার কর্মস্থল। আর এমন দৃশ্য দেখতে জেলার বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছেন।তিনি যেখানেই যান সেখানেই মানুষের ঢল নামে এই নখ দেখার জন্য। ২৫ বছর বয়সী এসব নখ দেখে অনেকেই খুশি।

নখগুলো তার যেন এক পোষা পাখি, আদর যত্নে রাখে সে । নখ কাটার কথা বললে সে কষ্ট পায় বলে জানান।

(এসএএস/এসপি/নভেম্বর ১২, ২০১৮)