বিজ্ঞান ডেস্ক : এবার শুক্রে মহাকাশযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত! আগামী ২০২৩ সালের দিকে শুক্রে এ মহাকাশযান পাঠাবে দেশটি। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, শুক্রের কাছে পৌঁছে একটি নির্দিষ্ট কক্ষপথে এই গ্রহকে প্রদক্ষিণ করবে মহাকাশযানটি।

শুক্রের সঙ্গে এই মহাকাশযানের ন্যূনতম দূরত্ব হবে পাঁচশ কিলোমিটার, আর সর্বাধিক দূরত্ব হবে প্রায় ৬০ হাজার কিলোমিটার।

আপাতত শুক্রে অভিযান নিয়ে মাঠে নেমে পড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। যদিও মহাকাশযানের ওজন কত হবে, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ভারতীয় বিজ্ঞানীরা। তবে মোট একশ কেজি ওজনের যন্ত্রাংশ নিয়ে এই মহাকাশযান শুক্র অভিযান শুরু করবে, তা ঠিক করে ফেলেছেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা।

(ওএস/এসপি/নভেম্বর ১২, ২০১৮)