রাজবাড়ী প্রতিনিধি : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন ঈদের পর আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ড চালানো হলে গণআদালত গঠন করে জড়িতদের ফাঁসি দেওয়া হবে।

শুক্রবার দৌলতদিয়া ঘাটে রজনীগন্ধা, শাপলা শালুক ও চন্দ্রমল্লিকা নামে ৩টি ইউটিলিটি ফেরি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদের পর আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আন্দোলনের নামে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তাহলে গণআদালত গঠন করা হবে। ওই আদালতে বিচারের মাধ্যমে সহিংসতায় জড়িতদের ফাঁসিতে ঝোলানো হবে।

তিনি আরও বলেন, বেগম জিয়ার শাসনামলে শ্রমিক-কৃষকসহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। তিনি ক্ষমতার বাইরে থেকেও জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে ৫৫ জন গাড়িচালক, ১৬ জন পুলিশ সদস্য ও ১৯ জন যাত্রীকে পুড়িয়ে মেরেছেন। এসব কারণে, বাংলার জনগণ ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তাদের জবাব দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ, সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সোহরাব হোসেন শেখ, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

(ওএস/এটিআর/জুলাই ১৮, ২০১৪)