আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যার ভাড়াটিয়া খুনি রবিউল আলম (৩৫) সোমবার দিবাগত গভীর রাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

নিহত রবিউল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ক্রোকিরচর গ্রামের লাল চাঁন মিয়ার পুত্র।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুর সদর থেকে রবিউল আলমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে গভীররাতে থানা পুলিশ উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় গ্রামের ফুলতলা নামক এলাকার অস্ত্র উদ্ধারের অভিযানে যায়। সেখানে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের সময় রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় একটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত রবিউল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি হত্যা মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যার পর জলøা ইউনিয়নের কারফা বাজারের নিজের কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে অর্তকিতভাবে গুলি করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে হত্যা করে।

(টিবি/এসপি/নভেম্বর ১৮, ২০১৮)