স্টাফ রিপোর্টার : বিকল্পধারা আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে কখনো রাজনীতি করেনি বলে দাবি করেছেন দলটির যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

মঙ্গলবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনানুষ্ঠানিক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মাহী বি চৌধুরী বলেন, ‘বিকল্পধারা জন্মের পর থেকে কখনো আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেনি। দেশের পক্ষে রাজনীতি করে। বিএনপির সঙ্গে আলোচনা করেছিলাম, বসেছিলাম। আমরা মন থেকে চেয়েছিলাম জিয়াউর রহমানের দল জামায়াতকে ছুড়ে ফেলে দিতে পারবে। কিন্তু বিএনপি জামায়াতের সঙ্গে যে আত্মার সম্পর্ক তৈরি করেছে তা থেকে বেরিয়ে আসতে পারেনি। সেটা তাদের এবং দেশের জন্য দুঃখজনক।’

মাহী বলেন, ‘১৪ দলে আসছি এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা মহাজোট করবো। আজকে একটা অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। গত কয়েকদিন ধরে আমাদের মহাসচিব মেজর (অব.) মান্নানের সঙ্গে ওবায়দুল কাদেরের টেলিফোনে কথা হয়েছে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে নিয়ে একটি সুন্দর নির্বাচন করা যায়, দেশের পক্ষের মানুষ যেন বিজয় অর্জন করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সব সময় মনে করি, ১৪ দলের সঙ্গে বিগত দিনগুলোতে আন্দোলন করেছি। আজকে আমাদের প্রেসিডিয়াম মিটিংয়ে আলোচনা করবো। আলোচনার পর একটি আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।‘

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিকল্পধারার এ নেতা বলেন, ‘আমরা নির্বাচনে আসছি এটা নিশ্চিত। জোটগতভাবেও অসম্ভব নয়-এতটুকু বলবো। আনুষ্ঠানিক প্রক্রিয়ার আগে এ বিষয় নিয়ে কিছু বলা যাবে না। খুব শিগগিরই যুক্তফ্রন্ট ও ১৪ দল একটি আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে।’

এখানে প্রার্থীতা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। দেশের রাজনীতির স্বার্থে বৃহত্তর জোট করা সম্ভব কি-না সেটা নিয়ে আলোচনা করেছি। মহাজোট সম্প্রসারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কবে আলোচনা হতে পারে- সে বিষয়ে আলোচনা হয়েছে।’

কতগুলো আসনে প্রার্থী দেয়ার মতো অবস্থান আছে এমন প্রশ্নের মাহী বলেন, ‘যেখানে প্রার্থী দেয়ার মতো অবস্থান আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ৩০০ আসনে প্রার্থী দেয়ার আলোচনা করছি না। বেশ ভালো সংখ্যক আসনে আমাদের নির্বাচন হবে। যুক্তফ্রন্ট, বিকল্পধারা তাদের নিজস্ব স্বতন্ত্র ধারা বজায় রেখে রাজনীতি করবে।’

এর আগে দুপুরে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন। অপরদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, জনকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০১৮)