গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন শুক্রবার থেকে শেষদিন সোমবার পর্যন্ত রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন আসনটির মনোনয়ন প্রত্যাশী ১৬জন।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক ডাঃ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড.সামীউল আলম লিটন ও শরীফ হাসান অণু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ এ.কে.এম আব্দুর রফিক, সদস্য নাজনীন আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম মুহাম্মদ আজাদ, গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভি.পি বাবুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি, তরুণ আওয়ামী লীগ নেতা এম.এ মামুন।

(এসআইএম/এসপি/নভেম্বর ১৮, ২০১৮)