গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে হুমায়ূন ভক্তরা। জন্মদিন উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (১৩নভেম্বর) পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সংগঠন ‘কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ’। 

আলোচনা সভা থেকে হুমায়ূন আহমেদ ভক্তরা গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদের স্মৃতি সংরক্ষণের জন্য ‘হুমায়ূন চত্বর’ নির্মাণ ও ‘হূমায়ূন আহমেদের’ নামে একটি আন্তনগর ট্রেনের নামকরণের দাবি জানান।

সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েতের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ, প্রতিদিনের সংবাদের গৌরীপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, ব্যবসায়ী নান্নু মিয়া, আবু সাঈদ, হাবিবুর রহমান, কাউসার প্রমুখ।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বলেন, হুমায়ূন আহমেদ ভক্তদের দাবিগুলো সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। তারপরও আমরা নতুন করে ভক্তদের দাবির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো।

(এসআইএম/এসপি/নভেম্বর ১৮, ২০১৮)