সাতক্ষীরা প্রতিনিধি : একটি ঔষধের দোকানের চাল ভেঙে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আটজন হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তারালীপুর বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, শ্যামনগর উপজেলার তারানীপুর গ্রামের মেহেরুল্লাহ গাজীর ছেলে আজিয়ার রহমান (৫৫) তার ছেলে ওমর ফারুক (২০), বোন মনেয়ারা খাতুন (৪০), মোহর আলীর ছেলে হাবিবুর রহমান (৩৮), পিয়ার আলী গাজীর ছেলে ইব্রাহিম গাজী (৬৮) এবং ইব্রাহিম গাজীর মেয়ে নুরুন্নাহার বিবি (৩০) ।

এলাকাবাসী জানায়, ভেটখালি বাজারে তারাণীপুর গ্রামের ফারুক হোসেনের একটি ঔষধের দোকান রয়েছে। বৃহস্পতিবার ফারুকের বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে গণ্ডগোলকে কেন্দ্র করে একটি মহল ফারুকের ঔষধের দোকানের চাল ভেঙে দেয়। এ নিয়ে শুক্রবার সকালে শালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়।

শালিসি বৈঠক থেকে ফারুকসহ কয়েজন বাড়ি ফেরার পথে সকাল ১১টার দিকে বেড়িবাঁধের উপর তারানীপুর গ্রামের আব্দুস সবুর শেখের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন বাবুর নেতৃত্বে ১৫-২০ জন তাদের উপর হামলা চালায়। এতে আটজন জখম হয়। তাদের মধ্যে পাঁচজনকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে হাবিবুর রহমান ও মনোয়ারার অবস্থায় আশংকাজনক।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব জানান, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত এ নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

(আরকে/জেএ/জুলাই ১৮, ২০১৪)