প্রজাপতি মন

স্কুলে তে আর যাব না
খেলবো শুধু পুতুল,
আম, জাম, কাঠাল খাবো
আরও খাবো তেতুঁল ৷

পড়বে না আর পিঠে আমার
ধপাস ধপাস লাঠির বাড়ি,
হাস-মুরগী করবো পালন
দিবে না কেউ পড়ার ঝাড়ি ৷

বাঁশ বাগানে করবো রান্না
সাথে আছে ইলিশ পুটি,
সবাই মিলে করবো মজা
কি আনন্দ আমার ছুটি ৷

হাটে ঘুরবো মাঠে ঘুরবো
পাখি ধরবো বনে বনে,
পড়ালেখা লাগে না ভালো
থাকবো আমি ফুলের সনে ৷৷