কুষ্টিয়া প্রতিনিধি : করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা। 

এই মেলা কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়ামে আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বুধবার সকাল ১১টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো ঃ আসলাম হোসেন মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সহকারী কর কমিশনার খুরশীদ আলম প্রমুখ।

এবারের আয়কর মেলায় প্রতিদিন নতুন করদাতাগণ রিটার্ণ জমা দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন। তাছাড়া সকল করদাতাগণের আয়কর জমা দেয়ার জন্য সোনালী ও জনতা ব্যাংকের বুথের ব্যবস্থা রয়েছে।

(কেকে/এসপি/নভেম্বর ১৪, ২০১৮)