আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সীমান্তে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিধ্বস্ত হওয়ার ঘটনাটিকে শনিবার প্রকাশিত দেশের অধিকাংশ সংবাদপত্রে লিড নিউজ হিসেবে জায়গা করে নিয়েছে। এ ঘটনায় নিহত ২৯৮ আরোহীর মধ্যে ১৮৯ জন ছিলেন ডাচ নাগরিক। এছারাও মালয়েশিয়া, অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকরাও ছিলেন।

নেদারল্যান্ডসজুড়ে শুক্রবার জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। দেশটিতে এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। নিহত নাগরিকদের দেহাবশেষ দ্রুত ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক।

বৃহস্পতিবারের ক্ষেপনাস্ত্র হামলায় বিমান বিধ্বস্তের এ ঘটনাকে তীব্র নিন্দা করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন বিশ্বনেতারা।

গত বৃহস্পতিবার মালয়েশিয়া এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়।

(ওএস/এস/জুলাই ১৯, ২০১৪)