মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার সরকারের কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

সকালে উপজেলা পরিষদ লাইসিয়ামে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন রাজৈর উপজেলা পলিষদেও চেয়ারম্যান শাহজাহান খান।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল মেরাজ, রাজৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

চলতি মৌসুমে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া অনগ্রসর ১১০ জন প্রান্তিক চাষীদের মাঝে ধান,ও ভুট্রার বীজ এবং সার বিতরণ করা হয়।

(এমআরএস/এসপি/নভেম্বর ১৫, ২০১৮)