গাইবান্ধা প্রতিনিধি : ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। ক্লাস রুমের ছাদ ধসে প্রতিনিয়তই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি হ্রাস পেয়েছে। এমনি চিত্র দেখা গেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বাড়াইপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ২০০০-০১ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটি ভবন নির্মাণ করে। 

নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবন নির্মাণের ফলে ছাঁদ ধসে পড়তে শুরু করেছে। জরুরি ভিত্তিতে বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ না করা হলে ছাঁদ ধসে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। শিক্ষকরা জানান, সবসময় শিক্ষার্থীদের নিয়ে তাদের দুঃচিন্তায় পাঠদান করতে হয়।

অভিভাবকরা জানান, বিদ্যালয় ভবনের এমন পরিস্থিতি বিরাজমান থাকলে ভবিষ্যতে তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো সম্ভব হবে না।

শিক্ষানুরাগী ব্যক্তিরা জানান, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক জরুরী ভিত্তিতে নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।

(এসআইআর/এসপি/নভেম্বর ১৫, ২০১৮)