নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ২দিন ব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ৯টায় নবান্ন উৎসবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

শহরের সমবায় অফিস চত্বরে জেলা প্রশাসন ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি আমিনুল করিম তরফদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, সংগঠনের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসন প্রমুখ।

এ উপলক্ষে ২দিন ব্যাপী চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা মেলা। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন কালেক্টরেট চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় অফিস চত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে মান্দায় নবান্ন উৎসব ও পিঠা মেলার আয়োজন করা হয়।

(বিএম/এসপি/নভেম্বর ১৫, ২০১৮)