স্টাফ রিপোর্টার, দিনাজপুর : জমি নিয়ে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে একদল দূবৃত্তের লাঠির আঘাতে মারাত্বকভাবে আহত হয়েছে দিনাজপুরের এসএ টিভির ক্যামেরা পার্সন গোলাম মোস্তফা। তাকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

স্থানীয়রা জানায়,আজ শুক্রবার সকাল ১১ টার দিকে বিরল উপজেলা মাঝাডাঙ্গা এলাকায় মানিক. শাজাহান, হাবুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ওই এলাকার মাসুদ রানায় পৈত্রিক জমি দখল করতে জায়।

এসময় এস.এ-টিভি’র ক্যামেরাম্যান ওই খবর সংগ্রহ করতে গেলে মানিকের নেতৃত্বে একদল দূর্বূৃত্ত তাকে লাঠি দিয়ে আক্রমন করে তার ক্যামেরাটি ভেঙ্গে দেয়। এসময় সন্ত্রাসীরা তাকে বেদম আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার মাথায় ১৬ টি সেলাই দেয়।

এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল জানান,ঘটনাস্থলে তাৎক্ষনিক ভাবে পুলিশ প্রেরণ করা হয়েছে । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে দিনাজপুরের সাংবাদিক সমাজ। তারা স্থানীয় প্রশাসানের প্রতি দোষি ব্যক্তিদেরর বিরুদ্ধে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে ।

এদিকে তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বক্সী বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

(এসএএস/এসপি/নভেম্বর ১৬, ২০১৮)