লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৮-২০১৯ আখ মাড়াই মৌসুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মিলের ৮৬তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠান এটি।
গত বছর প্রায় ৫০ কেটি টাকা লোকসান নিয়ে চলতি মৌসুমেও লাভের মুখ দেখবেন না বলে মনে করছেন মিল র্কর্তৃপক্ষ।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গোলাম সোহরাওয়ার্দী জানান, চলতি বছর মিল এলাকায় ২২ হাজার ৪০ একর জমিতে প্রায় ৩ লাখ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এর মধ্যে ১৩০ কর্মদিবসে ২ লাখ ২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। চিনি আহরনের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫০ ভাগ।

শুক্রবার বিকেলে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ উপস্থিত অতিথি বৃন্দদের সাথে নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুম উদ্বোধন করেন। এরপর মিল চত্বরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, লালপুর থানা ওসি নজরুল ইসলাম জুয়েল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দলের নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য ও আখচাষী নেতা আনসার আলী দুলাল, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কাওসার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ফিরোজ আল হক ভ‚ইয়া প্রমুখ।

(এম/এসপি/নভেম্বর ১৭, ২০১৮)