মাগুরা প্রতিনিধি : মাগুরার সোনালী অতীত ক্লাবের সম্মেলন উপলক্ষে শনিবার দিনব্যাপি স্থানীয় নোমানী ময়দানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা যা এলাকায় ঝাপান খেলা নামে পরিচিত। 

এছাড়া লাঠি খেলা, কাবাডি, ফুটবলসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সোনালী অতীত ক্লাবের আহবায়ক অধ্যাপক এ.এস.এম কামরুজ্জামান চাঁদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী আকবর।

বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও সোনালী অতীত ক্লাবের পৃষ্ঠপোষক এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সংগঠনের সদস্য সচিব সঞ্জয় জামান বিপু, সৈয়দ বারিক আনজাম বারকিসহ অন্যরা।

ঐতিহ্যবাহী এসব খেলা দেখতে নোমানী ময়দানে প্রচুর মানুষের ভীড় জমে। এর আগে সকালে ক্লাবের পক্ষ থেকে শহরে র‌্যালি বের হয়।

(ডিসি/এসপি/নভেম্বর ১৭, ২০১৮)