মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমানের অপসারণের দাবিতে মেহেরপুর জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

শনিবার সকাল থেকে মেহেরপুর আন্তঃজেলা ও দূরপাল্লার সব রুটে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। ফলে সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো রুটে বাস ছেড়ে যায়নি।

মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান অসাদাচারণ করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেন শ্রমিক ইউনিয়ন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, শুক্রবার রাত ৯টার দিকে জেলা শহরের মল্লিকপাড়া এলাকার পুকুরপাড়ে পটকা ফোটানোর অভিযোগে বাস চালক তুষার আহমেদ, সুপারভাইজার হিরক মিয়া ও হেলপার দিনান হোসেনকে আটক করে সদর থানা পুলিশ।

এসময় শ্রমিক ইউনিয়নের নেতারা বিষয়টি নিয়ে সদর থানায় গেলে ওসি শেখ আতিয়ার রহমান নেতাদের সঙ্গে অসাদাচারণ করেন। এর প্রতিবাদে ও তার অপসারণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে ওসি শেখ আতিয়ার রহমান জানান, শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে তিনি অসাদাচারণ করেন নি। শুধুমাত্র পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া রাত ১১টারদিকে আটক ওই তিন শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি শেখ আতিয়ার রহমানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে মেহেরপুর আদালতে অবমাননার অভিযোগে একটি মামলা হয়েছে। এছাড়া ঘুষ নেওয়ার অভিযোগে ওসি (তদন্ত) তরিকুল ইসলামের নামেও মামলা হয়েছে। মামলাটি বর্তমানে দুদক তদন্ত করছে।

ঈদের আগে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হওয়ায় জেলার মানুষের মধ্যে ভোগান্তি শুরু হয়েছে।

(ওএস/এইচআর/জুলাই ১৯, ২০১৪)