কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে এক শিক্ষকের বাড়ীতে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। 

রবিবার সন্ধ্যায় উপজেলার ধুবইল ইউপির মজলিশপুর এলাকার মৃত এলাহি বকস’র ছেলে সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মওলা বকস’র বাড়ীতে খড়ির ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

এ সময়ে আগুনের লেলিহান শিখা ওই খড়ির ঘর ভষ্মীভূত হয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক ৪ জনকে অভিযুক্ত করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধুবইল ইউনিয়নের মজলিশপুর গ্রামে সামাজিক দ্বন্দ্বের জের ধরে মৃত আজগর আলী ওরফে বাবুর ছেলে টিপু সুলতান, মৃত তারেজ উদ্দিনের ছেলে জিনাত আলী, মৃত ফেরৎ আলীর ছেলে গোলজার হোসেন, মৃত তোফাজ্জেল প্রমানিকের ছেলে আব্দুর রাজ্জাক সংঘবদ্ধ হয়ে এ ঘটনাটি ঘটিয়েছে।
এতে তার প্রায় অর্ধ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

ঘটনার পরে সোমবার সকালে ওই শিক্ষকের শ্যালক কামরুল ইসলাম এ ঘটনার প্রতিবাদ করলে তোফাজ্জেল প্রামানিকের ছেলে ওয়াসিম, আব্দুল মান্নান প্রামানিক, আব্দুর রাজ্জাক প্রামানিক ও মৃত ফেরৎ আলীর ছেলে গোলজার হোসেন সংঘবদ্ধ হয়ে তার উপর হামলা চালায়। এতে সে আহত হয়েছে।

এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে উল্লেখিত ৪ জনের বিরুদ্ধ স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

(কেকে/এসপি/নভেম্বর ১৯, ২০১৮)