সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : জাতীয় নির্বাচনকে সামনে রেখে গ্রাম পুলিশের মহড়া অনুষ্ঠানে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী বলেন, আপনারাও পুলিশেরই অংশ। জাতীয় নির্বাচন সহ প্রতিটি কাজে কোন অংশেই আপনাদের ভূমিকা কম নয়।

তিনি বলেন, গ্রামের গঞ্জের হাট বাজারে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেখানেই বিশৃঙ্খলা দেখা দিবে, সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন আমরা সেখানে উপস্থিত থাকব।

তিনি বলেন, পুলিশ কারো পক্ষের না তবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিপক্ষে। গ্রাম পুলিশের উদ্দেশ্যে ইমারত হোসেন গাজী আরো বলেন, ছোট গোলযোগে আইনের হাত না পড়লে তা থেকে বড় একটা কিছু হতে পারে।

তিনি বলেন, মাদক জুয়া, জঙ্গি তৎপরতা না থাকলেও এ সংক্রান্ত অপরাধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, আমি কঠোর হস্তে তা দমন করব।

সোমবার দুপুরে কেন্দুয়া থানা প্রাঙ্গনে উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশ সদস্যদের মহড়া অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্যে ওসি ইমারত হোসেন গাজী আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন এ নির্বাচন সারা বিশ্বের মানুষ দেখবে, নির্বাচন যতই সুন্দর হবে ততই আমাদের সুনাম বাড়বে। আমরা কোন প্রকার সন্ত্রাস ও বিশ্ঙৃখলা সৃষ্টিকারীকে প্রশ্রয় দেবনা। কোন অবস্থাতেই আমরা পুলিশের সদস্যরা দূর্বল নই। তিনি এখন থেকে নির্বাচন শেষ না হওয়ার আগ পর্যন্ত গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে পোষাক পরিধান করে তাদের পেশাগত দায়িত্ব আরো আন্তরিক ভাবে পালন করার আহ্বান জানান। গ্রাম পুলিশের সদস্যরাও তাদের পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা পুলিশের এস.আই নোমান সাদেকিন ও গ্রাম পুশিল কেন্দুয়া উপজেলা শাখার উপদেষ্টা কমিটির সদস্য উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা। সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা গ্রাম পুলিশের সদস্যদের যোগাযোগের সুন্দর ব্যবস্থার জন্য প্রত্যেককে সরকারি ভাবে একটি সাইকেল বরাদ্দ দেয়ার দাবী তুলেন।

(এসবি/এসপি/নভেম্বর ১৯, ২০১৮)