মাগুরা প্রতিনিধি : ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারগোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শালিখা উপজেলার তালখড়ি বাজারে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব  তালিকাভুক্ত হত দরিদদের মাঝে ১০ টাকা মূল্যের ৯৯ বস্তা চাল জব্দ করেন। 

জানা গেছে,শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সরকারের খাদ্যবান্ধব তালিকাভ’ক্ত হত দরিদ্রদের মাঝে ১০ টাকা মূল্যেরে চালের ডিলাল সাব্বিরহোসেন বিপ্লবের সহকারী রিপন মন্ডল চাল গোপনে ব্যবসায়ী সমীরনের বাইনের কাছে বিক্রয় করে। ভ্রাম্যমান আদালত ঘটনাটি জানতেপেওে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ৯৯ বস্তা চাল জব্দ করেন ।

শালিখা থানার ওসি তরীকুল ইসলাম জানান, ডিলার সাব্বির হোসেন বিপ্লব রিপনকে দিয়ে হত দরিদ্রদের মাঝে বিক্রয় করে আসছিলো। রিপন গোপনে সমীরনের নিকট চাল বিক্রয় করেদেয়। যা সমীরনের ঘরথেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে জড়িত ৩ ব্যক্তির নামে মামলা হয়েছে।

(ডিসি/এসপি/নভেম্বর ২০, ২০১৮)