আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে পেট্রোল বোমাসহ ৯টি বোমা উদ্ধার করেছে পুলিশ। তদন্তর মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, একটি অজ্ঞাত ফোনের মাধ্যমে মাদকের বড় একটি চালানের খবর আসে তার কাছে। খবর পেয়ে তার নেতৃত্বে সোমবার রাত সাড়ে নয়টায় এসআই জসীম উদ্দিন হাওলাদার, এসআই দেলোয়ার হোসেন, এসআই জসীম (২), এএসআই সরোয়ার বশির, এএসআই নেছার উদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে কাঠিরা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে কাঠিরা গ্রামের লোকনাথ মন্দিরের বাথরুম থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪টি পেট্রোল বোমা ও ৫টি হাত বোমা উদ্ধার করেন তারা।

খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে সোমবার রাতেই থানায় সাধারণ ডায়েরী করেছেন। এসআই দেলোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত বোমাগুলো নিস্কিৃয় করার জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্থানীয়ভাবে ব্যক্তি শত্রæতা উদ্ধার করার জন্য কোন ব্যাক্তি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ঘটনা সম্পর্কে ওসি আফজাল হোসেন বলেন, পরিত্যাক্ত অবস্থায় বোমা উদ্ধারের ঘটনায় প্রাথমিকভাবে সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

(টিবি/এসপি/নভেম্বর ২০, ২০১৮)