মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে চাঁদা না দেওয়ায় মোটর সাইকেল ভাংচুর,থানায় মামলা ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বাবা তারা মিয়া ও ছেলে রহিছ মিয়াকে উপজেলার নিজবাড়ি বাঁশরী থেকে আটক করা হয়।

মামলা সূত্রে জানাযায়, উপজেলার বাঁশরী গ্রামের মৃত তৈয়ব আলী খানের ছেলে এরশাদ মিয়ার নিকট একই গ্রামের তারা মিয়ার ছেলে উশৃঙ্খল ধান ব্যবসায়ী রুকন বেপারী শুক্রবার বিকালে কাইটাইল বাজারে মদন-কেন্দুয়া রাস্তার মোড়ে ফুজায়েলের চায়ের দোকানের সামনে তার মোটর সাইকেলের চাবি দিতে বলে। এতে এরশাদ অপরাগতা প্রকাশ করলে ৫শ টাকা চাঁদা দাবি করে। চাবি ও টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পাশেই তার দোকান ঘর থেকে বড় বডি দা নিয়ে মূহুর্তের মধ্যে এসে এরশাদের মোটর সাইকেল কুপিয়ে ভাংচুর করে অকেজো করে ফেলে।

এ ঘটনার পর থেকেই এরশাদকে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। পরে নিরুপায় হয়ে এরশাদ সোমবার থানায় ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে রাতে ঘটনায় জড়িত উশৃঙ্খল ছেলের বাবা তারা মিয়া ও তার ভাই রহিছ মিয়াকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে অভিযুক্ত রুকনের বাবা আটক তারা মিয়া জানান, আমার ছেলে খারাপ, তবে সে মানসিক রোগী। বিষয়টির মীমাংসার জন্য সাবেক ইউপি চেয়ারম্যান সাদেক মিয়াকে নিয়ে চেষ্টা করছি। তবে মোটরসাইকেলের মালিককে ক্ষতিপূরণ দিয়ে দিব।

মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় এরশাদ বাদী হয়ে ৪/৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। এ মামলার দুই জনকে আটক করে মঙ্গলবার নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এএমএ/এসপি/নভেম্বর ২০, ২০১৮)