নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে ওষুধের দোকানে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ফিজিসিয়ান সেম্পল রাখা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এবং রেজিষ্টার্ড বর্হিভূত ওষুধ দোকানে রেখে বিক্রির অভিযোগে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার তিনটি ওষুধের দোকান মালিককে ১৯৪০ সালের ওষুধ আইনের ৮ ধারায় এই টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের নির্দেশ দেন।

সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোসাঃ আফরোজা খাতুনের নেতৃত্বে নওগাঁর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মরুময় সরকার, অফিস সহকারী লাবলু মিয়া, থানার এসআই কামরুল ইসলাম, আসাদুজ্জামান, হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সদরের জোয়ারিয়া মেডিক্যাল স্টোরে ১০ হাজার টাকা, চৌধুরী ফার্মেসীতে ২০ হাজার টাকা এবং জাহান আরা মেডিক্যাল স্টোরে ৮ হাজার টাকা মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে মেয়াদ উত্তীর্ন ওষুধ, ফিজিসিয়ান সেম্পল ওষুধ ও রেজিষ্টার্ড বর্হিভূত ওষুধ জব্দ করা হয়।

(বিএম/এসপি/নভেম্বর ২০, ২০১৮)