নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষে গাভী বিতরণ করা হয়েছে। ধামইরহাট হাটখোলা চত্ত্বরে এসব গাভী বিতরণ করা হয়।

নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের পরিকল্পনা ও সার্বিক তত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় উপজেলার ৫জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে ৫টি গাভী বিতরণ করা হয়।

একই অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উপজেলার ৩শ’ অতিদরিদ্র পরিবারের ৭৪ জনের মাঝে ৩শ’টি বকনা বাছুর বিতরণ করা হয়।

এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার বিমল কুমার রুরাম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার তন্ময় সাংমা, যোনাস কস্তা, আনোয়ার হোসেন, গ্লোরিয়া রোজারিও, বন্ধন এনজিওর ব্যবস্থাপক মকবুল হোসেন, ইমেলদা মার্ডী প্রমুখ।

(বিএম/এসপি/নভেম্বর ২০, ২০১৮)