নাগরপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় টাঙ্গাইলের নাগরপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ব্যারিষ্টার আশরাফুল ইসলামের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার তেবাড়িয়ায় সিকদার মার্কেট প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান খানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কে বি খান তার বক্তব্যে বলেন, ব্যারিষ্টার আশরাফুল ইসলাম টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার জন্য এক ভাগ ভোটারের স্বাক্ষর নিতে গত সোমবার উপজেলার সলিমাবাদে আসেন।

এ সময় তিনি ভোটারদের স্বাক্ষর দিতে চাপ দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও বিভিন্ন কর্মকান্ড নিয়ে কটুক্তি করেন। পরে সেখানে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী এর প্রতিবাদ করেন। এসময় অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দ্রুত পলায়ন করতে গেলে পথিমধ্যে একটি সিএনজি অটো-রিক্সাকে ধাক্কা দেয়।

এলাকাবাসী এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে তার গাড়ি ভাংচুর করে। তিনি এ সময় ব্যারিষ্টার আশরাফুল ইসলামের সমালোচনা করে আরও বলেন, দলীয় মনোনয়ন পাবেননা জানতে পেরে তিনি এলাকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

(আরএসআর/এসপি/নভেম্বর ২০, ২০১৮)