রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)র আয়োজনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩ দিন ব্যাপি বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম।

টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আতাউর রহমান আজাদ, প্রথম আলো’র জেলা প্রতিনিধি কামনাশীষ শেখর, এনটিএন বাংলা’র জেলা প্রতিনিধি নাসির উদ্দিন প্রমুখ।

কর্মশালায় জেলার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও তাদের ক্যামেরাম্যানসহ ৩৬ জন অংশ নিয়েছেন।

(আরকেপি/এসপি/নভেম্বর ২০, ২০১৮)