চুয়াডাঙ্গা প্রতিনিধি : প্রাথমিকে ঝরে পড়া রোধ ও কোমলমতী শিক্ষার্থীদের স্কুলমুখী করতে চুয়াডাঙ্গায় সরকারি অর্থায়নে দেশের  প্রথম আলোকিত স্মার্ট স্কুল চালু করা হয়েছে। লক্ষ্য কোমলমতী শিক্ষার্থীদের প্রযুক্তনির্ভর ও আগামীর আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা।

এটিই দেশের প্রথম স্মার্ট স্কুল। স্কুলটিতে ভিন্নতাও আছে বেশ। নানা রঙে সাজিয়ে শোভাবর্ধন করা হয়েছে। ডিজিটাল হাজিরাসহ শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাঠ নিতে পারছে। বাংলাদেশের প্রথম স্মার্ট স্কুল দেখতে ভিড় জমাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।

প্রাথমিকে যাতে শিশুরা ঝরে না পড়ে সে জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিকল্পনায় গড়ে তোলা হয়েছে বাংলাদেশের প্রথম আলোকিত এ স্মার্ট স্কুল।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামে ৫ লাখ টাকা ব্যয়ে স্কুলটি নির্মাণ করা হয়েছে। স্কুলটি দৃষ্টিনন্দন করতে দেয়ালে নানা রঙের রং তুলি, ছবি ও কার্টুন আঁকা হয়েছে। যাতে কোমলমতী শিক্ষার্থীরা স্কুলমুখী হয়।

স্মার্ট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আবদুর জব্বার বলেন, বাংলাদেশের প্রথম স্মার্ট স্কুল তাদের গ্রামে হওয়াতে দারুণ খুশি গ্রামের মানুষ। এতে গ্রামে ছেলে-মেয়েদের মধ্যে পড়ালেখার আগ্রহ তৈরি হয়েছে। অভিভাবকরাও অনেক সচেতন হয়েছেন।

বিদালয়টির প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস জানান, দেশের প্রথম স্মার্ট স্কুল হওয়াতে আগের চেয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেড়েছে। কোমলমতী শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও লোকিত মানুষ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

দেশের প্রথম স্মার্ট স্কুল নির্মাণের পরিকল্পনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশিমুল বারী জানান, ইতিমধ্যে সদর উপজেলার চারটি রঙিন স্কুল আমার পরিকল্পনাতে তৈরি হয়েছে। সেই পরিকল্পনা থেকেই বাংলাদেশের প্রথম স্মার্ট স্কুল তৈরির পরিকল্পনা মাথায় আসে।

তিনি আরও জানান, স্কুলটিতে শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরার পাশাপাশি শিক্ষকদেরও এই হাজিরার আওতায় আনা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ক্লাসে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যালয়টিতে সার্বক্ষণিক নিজস্ব বিদ্যুৎব্যবস্থার পাশাপাশি স্কুলটি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় রাখা হয়েছে। আর এভাবেই দেশ ডিজিটাল বিনির্মাণে এগিয়ে যাবে ।

(টিটি/এসপি/নভেম্বর ২০, ২০১৮)