কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা বারো মাইল এলাকার মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যঅয় ইঞ্জিনচালিত ট্রলির মেকার নিসান মিস্ত্রী (৩০) ও তার ভাই নিলয় (১২) ট্রলি মেরামত করে ঠিক আছে কিনা তা দেখতে গিয়ে সড়ক দূর্ঘটনা ঘটে। এতে বড়ভাই নিসান ঘটনাস্থলেই নিহত হয়। সেই সাথে নিলয় গুরুত্বর আহত হয়। আহত সেই নিলয়ও মারা গেছে। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নিসান ও নিলয় দুইজনই ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার মৃত মতি আলীর ছেলে।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, ভেড়ামারা বারো মাইল এলাকার ইঞ্জিনচালিত ট্রলির মেকার সন্ধ্যায় ট্রলি মেরামত করে ঠিক আছে কিনা তা দেখতে গিয়ে মতিয়া ফিলিং স্টেশনের কাছে দ্রুতগামী একটি ট্রাক (যশোর-ট-১১-৩৮৩২) সজোরে ট্রলিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

এ ঘটনায় ট্রলিতে থাকা তার হেলপার ও আপন ভাই নিলয় গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত নিলয়কে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

নিহতদের চাচাতো ভাই ভেড়ামারা পৌর কাউন্সিলর মেহেদী হাসান সবুজ জানান, রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলয়ের অবস্থার অবনিত হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ রেফার্ড করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ নেওয়ার পথে নাটোরের লালপুর এলাকায় তার মৃত্যু হয়।

(কেকে/এসপি/নভেম্বর ২১, ২০১৮)