নড়াইল প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা প্রতিদ্বন্ধিতা করবেন। 

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। এমন ঘোষান পর মাশরাফির জন্মভূমি নড়াইল-লোহাগড়ায় চলছে মিষ্টিমুখসহ প্রচারনা।

জানা গেছে, মাশরাফি নড়াইল-২ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এমন ঘোষনার পর জেলার সব খানে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে, ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার মনোনয়নের বিষয়টি নিশ্চিত হল। বিশেষ করে কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ও ফেসবুকে মাশরাফির প্রার্র্থীতা নিয়ে বিভিন্ন ধরণের লেখালেখি এবং মন্তব্য করায় সবার মাঝে এ বিষয়ে কৌতুহল সৃষ্টি হয়। এখন সব কিছু ছাপিয়ে ক্রিকেট মাঠের ‘নড়াইল এক্সপ্রেস’ এর চেয়ে আলোচনার তুঙ্গে আছেন ‘রাজনীতি মাঠের’ মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির পক্ষে নড়াইলে নির্বাচনী কাজ শুরু করেছেন ভক্তসহ দলীয় নেতাকর্মীরা।

মাশরাফির মনোনয়ন নিশ্চিতের পর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস শহরের রুপগঞ্জে নিজস্ব ব্যবসায়ীক প্রতিষ্ঠানে দলীয় নেতা-কর্মিদের মিষ্টিমুখ করান। শহরের পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মিষ্টিমুখ করানো হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বাংলাদেশ কিক্রেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে নৌকায় ভোট চেয়ে উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) বিকালে আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলা লীগের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলার শম্ভুডাঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সঞ্জিবা হক রীপা, সদস্য সঞ্চিতা হক রিক্তা, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বাবলু, যুবলীগনেতা নূর আলম শিহাব, জেলা ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান, সাব্বির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নড়াইল-২ আসন আওয়ামীলীগ প্রার্থী বাংলাদেশ কিক্রেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নৌকা প্রতিকে দল-মত নির্বিশেষে ভোট দিয়ে জয়ী করতে হবে। মাশরাফি শুধু নড়াইলের নয় এদেশের ১৬ কোটি মানুষের ভালবাসার মানুষ তাই তাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে এ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীলীগকে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনার অনুরোধ জানান বক্তরা।

উঠান বৈঠকে বাঁশগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করার আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়াামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিতে যান মাশরাফি। পরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে মাশরাফি নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাশরাফি বলেছিলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর ও আধুনিক করে সাজাতে চাই।’

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ সদর উপজেলায় আটটি ইউনিয়ন এবং লোহাগড়ার ১২টি ইউনিয়ন রয়েছে। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫১১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৬২৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৮৭ জন।

(আরএম/এসপি/নভেম্বর ২১, ২০১৮)