আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মনোনয়নপত্র দাখিলের শুরুতেই নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণবিধি অমান্য করে দলীয় প্রতীক নিয়ে প্রচারণার মাধ্যমে নেতা কর্মীদের নিয়ে উপজেলা সদরে শো-ডাউন করে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে মনোয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মো. রাসেল সরদার।

বৃহস্পতিবার সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচন কমিশনের আচরণবিধি লংঘন করে তাঁর দলীয় প্রতীক হাতপাখা নিয়ে উপজেলা সদরে শোডাউনের মাধ্যমে প্রচারণা চালিয়ে নিজের মনোনয়নপত্র দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মো. রাসেল সরদার। শোডাউন শেষে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমানের কাছে প্রার্থীর আচরন বিধি লংঘন করায় কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সহকারী রিটার্নিং অফিসারের এখতিয়ারভুক্ত।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, আচরনবিধি লংঘনের বিষয়টি তার গোচরীভুত হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবারই প্রার্থীকে তার কার্যালয়ে শতর্ক করা হয়েছে, তার পরেও ওই দিনই চিঠি প্রেরণ করা হয়েছে। পরবর্তিতে আচরণবিধি লংঘন হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়ার হবে বলেও জানান তিনি।

(টিবি/এসপি/নভেম্বর ২২, ২০১৮)