গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার দুপুরে বেতাড়া-১ গুচ্ছ গ্রামে উপকার ভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা উপস্থিত থেকে এই ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধণ করেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে এই কোর্সে কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, বিআরডিবি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় বেতাড়া-১ গুচ্ছগ্রামে দ্বিতীয় পর্যায়ে উপকারী ভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের স্বল্প সুদে ১৫ হাজার টাকা ঋণ প্রদান করা হবে। বেতাড়া-১ গুচ্ছ গ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের জন্য নির্মিত এবং উপকার ভোগীদের অধিকাংশ সাঁওতাল সম্প্রদায় ভুক্ত।

(এসআরডি/এসপি/নভেম্বর ২২, ২০১৮)