নওগাঁ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুল রহমান। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এসময় উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী ডা. ফজলুল রহমানের সঙ্গে সিপিবি নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মহসীন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রদ্যুত ফৌজদার, মান্দা উপজেলা শাখার সভাপতি প্রসাদ ফণি রতন, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সহসম্পাদক সেকেন্দার আলী, কাজেম উদ্দিন, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সিপিবি মনোনীত বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. ফজলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। নওগাঁর ৬টি আসনের মধ্যে শুধুমাত্র মান্দা আসনে সিপিবি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে সুত্রটি নিশ্চিত করেছে।

(বিএম/এসপি/নভেম্বর ২২, ২০১৮)