রাতে তারা

রাতের তারা জাগিয়ে রাখে
সারা রাত- ঘুম না হলে
আমি গুন গুন করে গান করি
মনকে বুঝাই মনের মত করে
ভালবাসি নীলাকাশ
ভাল লাগে হিম হিম
ফুলের সৌরভ মাখানো
দক্ষিনা বাতাস
ভাবি বসে বসে বাতায়নে
খোকা ঘুমায় খোকি ঘুমায়
ঘুমায় সহচরী আমার
পাশের বালিশে
আমি শুধু ঘুম ঘুম চোখে
বিধাতার সৃষ্টি নিয়ে ভাবি
আহা ! কী সুন্দর পৃথিবী
হয়ত একদিন ছেড়ে যেতে
হবে আমাকে
জানি না যাবো কোথায়
কোন দেশে
কোন মহাদেশে
কোন সপ্তাকাশে
রৌহে মাহ্ফুজে।