শীত

শীতের সকাল বড্ড ভালো থাকলে পরে রোদ
দুপুর গড়ে বিকাল হলেই নেয় যে প্রতিশোধ !

সন্ধ্যে হলে নেমে আসে ঠান্ডা হিমেল হাওয়া
ছেলে-বুড়ো সবার তখন লেপটা চাওয়া-পাওয়া।

শিয়াল ডাকে হুক্কা-হুয়া শিশির ঝরা রাত
মাযে বলে এটা হলো শীত বুড়িটার হাত!

সকাল হলেই আছে জ্বালা মায়ের ডাকাডাকি
ভালো লাগে অলস সময় পড়ায় দিতে ফাঁকি !

স্কুল থেকে ফিরতে দেরি ছোট্ট শীতের বেলা
বন্ধুরা সব ব্ড্ড বেজার করবো কখন খেলা ?

রোদ মিষ্টি শীত সকালে রসের পিঠা মিষ্টি
রাতের বেলা সবার থাকে লেপের দিকেই দৃষ্টি !