মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে সাফি কামাল চৌধুরী নামে এক লোক নিহত হয়েছেন। এতে আরো অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাফি কামাল চৌধুরী বাহুবল উপজেলার ডা. মুজিবুর রহমান চৌধুরীর ছেলে এবং শেভরন বাংলাদেশের মেডিকেল অফিসার ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেট যাচ্ছিল। উল্লেখিত স্থানে আসামাত্রই মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ওই বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাফি কামাল চৌধুরী মৃত্যু ও অন্তত ২০ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এসময় প্রায় দেড়ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটে গাড়ীর নীচে চাপা পড়ে থাকা লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(এমআরএম/এসপি/নভেম্বর ২৪, ২০১৮)