জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জে পৃথক স্থানে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৯ দিনের পর শুক্রবার রাতে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বাঘপাড়া এলাকায় ধানক্ষেতে বস্তাবন্দী অবস্থায় মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একই ইউনিয়নের কাশিরচক গ্রামের মৃত জামাল উদ্দিন জামুর ছেলে মিজানুর রহমান খোকনের বলে সনাক্ত করেছে তার বড়ভাই বাহার উদ্দিনসহ পরিবারের সদস্যরা। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী জানান, স্থানীয় লোকজন ধানক্ষেতে মাটিচাপা দেয়া অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

অপরদিকে শনিবার বিকাল ৩টায় বিয়ানী বাজার উপজেলার বৈরাগী বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। ১২ নভেম্বর রাতে নিখোঁজ হন জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে মাহমদ আলী। মাহমদ আলীর ভাতিজা খালেদ আহমদ এ লাশটি মাহমদ আলীর বলে সনাক্ত করেন।

মাহমদ আলী ভাই সামছ উদ্দিন জানান, বড়চালিয়া গ্রামের শুক্কুর আলী নামের এক মাদক ব্যবসায়ী ১২ নভেম্বর মাহমদ আলীকে বাড়ী থেকে বের করে নেয়। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সামছ উদ্দিন অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীর একটি গ্রুপ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে কুশিয়ারা নদীতে ফেলে দিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, দুটি লাশই উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

(এসপি/এসপি/নভেম্বর ২৪, ২০১৮)