মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’-এ প্রতিপাদ্যেকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে রবিবার সকালে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে অফিস প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, উপজেলা শহরে সমবায় র‌্যালি, শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে সনদপত্র বিতরন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা এ.বি.এম হেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

প্রভাষক মোঃ মাহাবুবুর রহমান টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী মোঃ আল-আমীন, মির্জাগঞ্জ থানার ওসি(তদন্ত) মোঃ শাহ আলম, উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ আল-আমীন হোসেন ও সমবায়ী ওহেদ মাতব্বর প্রমুখ।

সভা শেষে শ্রেষ্ঠ সমাবায়ীদের মধ্যে পুরস্কার ও সনদপ্রত্র এবং সফল সমিতির মধ্যে সনদপত্র বিতরন করা হয়।

(ইউজি/এসপি/নভেম্বর ২৫, ২০১৮)