শেখ আহসানুল করিম, বাগেরহাট : মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা দাকোপ উপজেলার কাটাকালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির ২টি তক্ষক আটক করেছে। আটক তক্ষক ২টিকে সোমবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন আবদুল্লাহ আল মাহমুদ জানান, পাচারকারীরা বন্যপ্রণি নিয়ে দাকোপ উপজেলার কাটাকালী ঘাট এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিকে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা রবিবার রাতে দ্রুত অভিযানে নামে। কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌছালে বন্যপ্রণি পাচারকারীরা প্লাষ্টিকের ঝুড়িতে রাখা তক্ষক ২টি ফেলে পালিয়ে যায়। আটককৃত তক্ষক ২টির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা বলে কোস্টগার্ড দাবি করেছে।

(এসএকে/এসপি/নভেম্বর ২৬, ২০১৮)