আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রী শ্যালিককে অপহরনের চার মাস পর অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারী দুলাভাইকে গ্রেফতারর করেছে পুলিশ। অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের সুধীর রায়ের মেয়ে ও বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অনিতা রানী রায়কে (১৪)কে গত ২১ জুলাই স্কুলে যাওয়ার পথে বারপাইকা গ্রামের নরেণ হালদারের ছেলে ও ওই ছাত্রীর দুলাভাই নরোত্তম হালদার অপহরন করে।

সূত্র আরও জানায়, নরোত্তম তার স্ত্রীকে প্রায়ই মারধর করায় বিষ পানে স্ত্রী দেড় বছর আগে আত্মহত্যা করতে বাধ্য হয়।

অপহরণের পর অনিতাকে বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ করে নরোত্তম। ওই ঘটনায় অনিতার বাবা ২৪ নভেম্বর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করে। পুলিশ রবিবার অপহৃতা স্কুলছাত্রী অনিতাকে উদ্ধার এবং অপহরনকারী নরোত্তমকে গ্রেফতার করে।

গতকাল অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ও অপহরনকারীকে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

(ওএস/এসপি/নভেম্বর ২৬, ২০১৮)