আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার বিকেলে রাজিহার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিমল চন্দ্র বালার সভাপতি রাজিহার বাজারের চৌরাস্তা মোড়ে ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দর উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে দলের স্থায়ী কার্যালয় উদ্বোধন করেন।

রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ ইউনিয়ন সাধারণ সম্পাদক এসএম হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় উদ্বাধন পরবর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা মহাদেব চন্দ্র বসু, হরেকৃষ্ণ রায় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম সকুল, সহিদ পাইক, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা রফিকুল তালুকদার, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক সবুজ আকন, ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা।

পরে রাজিহার বায়তুল্লাহ জান্নাত জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মহসিন দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

(টিবি/এসপি/নভেম্বর ২৬, ২০১৮)